কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত!
কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো ॥
- রবীন্দ্রনাথ ঠাকুর
...
Showing posts with label প্রিয় কবিতা. Show all posts
Showing posts with label প্রিয় কবিতা. Show all posts
Thursday, 15 September 2022
অনুবাদ শায়েরী ২৬
আজীবনই সফর ছিল মেঘে,
মাটিতে তাই হয়নি বাঁধা ঘর।
ভালবাসার বসত ছিল কয়েকখানা দিন
সেই কদিনের আছর আমার ছিল জনমভর
- আনোয়ার শু'...
Thursday, 11 August 2022
মৃগাঙ্ক শেখর গাঙ্গুলী
চেয়েছি তোমার ব্যস্ত জীবনে
তোমার মতই থাকো
শুধু দিনান্তটুকু সবখানি দিয়ে
আমাকে আগলে রাখো
-
মৃগাঙ্ক শেখর গাঙ্গুল...
Tuesday, 21 June 2022
অনুস্বর মেহেদী
তোমায় পাওয়ার ইচ্ছেগুলো ধোঁয়া
তোমায় চাওয়ার তীব্রতাটাও ছাই
তবুও এমন রাত্রি জাগা আলোয়
তোমার মতন একটা মানুষ চাই...
Wednesday, 15 June 2022
অনেককেই তো অনেক দিলে–পুর্নেন্দু পত্রী
আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে।
এর আকাশে ওর আকাশে
ওষ্ঠপুটের অনেক পাখি উড়িয়ে দিলে
পায়রাকে ধান খুটিতে দিলে খোয়াই জুড়ে
বুকের দুটো পর্দাঢাকা জানলা খুলে
কতজনকে হাত-ডোবানো বৃষ্টি দিলে।
কত মুখের রোদের রেখা মুছিয়ে দিলে নীল রুমালে।
আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে।
চায়ের কাপে মিষ্টি দিলে হাসির থেকে
নকশাকাটা...
পূর্ণিমার মধ্যে মৃত্যু- নির্মলেন্দু গুণ
একদি চাঁদ উঠবে না, সকাল দুপুরগুলো
মৃতচিহ্নে স্থির হয়ে রবে;
একদিন অন্ধকার সারা বেলা প্রিয় বন্ধু হবে,
একদিন সারাদিন সূর্য উঠবে না।
একদি চুল কাটতে যাব না সেলুনে
একদিন নিদ্রাহীন চোখে পড়বে ধুলো।
একদিন কালো চুলগুলো খ'সে যাবে,
কিছুতেই গন্ধরাজ ফুল ফুটবে না।
একদিন জনসংখ্যা কম হবে এ শহরে,
ট্রেনের টিকিট কেটে
একটি...
যে শহরে তুমি- আপন মাহমুদ
যে কথা তোমাকে বলবার কথা—সে কথা বলি
বিলবোর্ডের সঙ্গে। তুমি এ শহরেই আছো, তবু
তোমাকে দেখি না, বিলবোর্ড দেখি।
যে চিঠি তোমাকে লিখবার কথা, সে চিঠি
লিখি নগরপিতাকে। তুমি এ শহরেই আছো, তবু
তোমাকে দেখি না, খোলা ম্যানহোল দেখি।
যে গান তোমাকে শোনাবার কথা, তোমার
সঙ্গে গাইবার কথা, সে গান গাই অ্যাম্বুলেন্সের সঙ্গে।
তুমি...
গান্ধর্ব কবিতাগুচ্ছ ৩৬- শঙ্খ ঘোষ
সব চোখ মেলে দিয়ে এ বাতাসে জড়িয়ে ধরেছ
তুমিই আগুন তুমি জল তুমি আকাশ বা মাটি
শরীরে শিহর তুমি মনে আমরণ আরাধনা
অমৃত পাহাড় থেকে সাগরের তরল গরল।
পুরানো বছরগুলি ফুলের স্তবক নিয়ে প্রায়
পায়ে পায়ে হেঁটে যায় পার্ক স্ট্রিট থেকে গড়িয়ায়
আর তার মুক্তকেশে সোনালি সপ্তর্ষিরেখা রেখে
গভীর প্রান্তরে ঝুঁকে যখন এ ওকে চুমু...
Thursday, 31 March 2022
অনুবাদ শায়েরী ২৫
আমি তো জন্মেছিলাম বরবাদ হব বলেই
তোমার সাথে দেখা হওয়া তো বাহানা ছিল মাত্র।
- আমীর রাজা মাজহা...
Friday, 12 November 2021
Thursday, 11 November 2021
Monday, 11 October 2021
কবিতা হাসান রোবায়েত
*
ধরো, দেখা হলো পথে, অনেক অনেক দিন পর
তোমার রিক্সার পাশে আমার রিক্সার মৃদু গতি
তখন তিলের ফুলে দুপুরের আলো এসে পড়ে
সেদিন তোমার হাত ধরি যদি হবে কোনো ক্ষতি—?
মহিমাগঞ্জের ট্রেনে হেমন্ত কি এসে গেছে মাঠে
আমাদের প্রেম খালি জেনেছিল সারি সারি পাম
তোমাকে ছোঁয়ার পরে ভেবো না কখনো রতিশেষে
জানতে চাইবো আমি তোমার...
Saturday, 9 October 2021
অনুবাদ শায়েরী ২৪
আলোকপ্রদীপ নিভিয়ে, তারা দেখতে যেও না
এই পাগলামিতে আমার ঘর গেছে সেই কবে।
এতখানি বিশ্বাসই বা কোথায় পাবে 'ফারাজ'!
যে অন্য কাউকে ছেড়ে সে শুধুই আমার হবে।
- আহমেদ ফারা...
Thursday, 19 August 2021
মূর্খ- রাণা রায়চৌধুরী
তোমার প্রবল-হাওয়ায়
আমার ইশারা ভেঙে যাচ্ছে
ছিঁড়ে যাচ্ছে পাল
আমার নৌকো তোমাকে পার হতে পারছে না
তুমি নোনতা, সীমাহীন---
কূল নেই, কিনারা নেই---
আমার আঙ্গিক তোমাকে চিনতে...
এখনো প্রেমের কাছে ১৬ - শম্ভুনাথ চট্টোপাধ্যায়
আবার কখনো যদি দেখা হয় কোনো দূর জন্মের ওপারে-
একা পথে যেতে ছায়া নির্জন গোধূলি
আলোর বিষাদে আমি তোমার বিষণ্ণ মুখ ঠিক চিনে নেবো,
তোমার চোখের
পাতায় পুরোনো ছবি স্বপ্ন আর স্মৃতিরেখা গভীর কাজল
দেখে আমি চিনে নেবো আমার বিনষ্ট পরিচয়!
যন্ত্রণা পেয়েছি এত, এ জীবনে সীমা তার সমাপ্ত হবে না:
যত দূরে যাব যত আকাশ বঙ্কিম...
মা-কে - পঙ্কজ চক্রবর্তী
তুমি আমাকে জ্যোৎস্না রাতে গীতবিতান পড়ে বোঝাতে চেয়েছিলে
শস্যের সম্ভাবনা থেকে বৃষ্টির প্রাক্কথনের কথকতাগুলি
বলেছিলে এভাবে সময়ের সন্ধিভেদে হাত বাড়াবেন তোমার ঈশ্বর
আজ আমি আমার কবিতা পড়ে তোমাকে বলছি
আমার ঈশ্বর বিষাদের কথা, বৃষ্টি নয় লৌহের উপকথা
তুমি চমকে উঠলে এরকম বিপ্রতীপ বার্তায়, বিরক্ত হলে না...
Saturday, 31 July 2021
অনুবাদ শায়েরী ২৩
খেয়াল বশে হৃদয় তার দখল হবার পর,
সমস্ত জীবনে আর কারোরই হওয়া হয়নি।
- বিপুল কুম...
Saturday, 3 July 2021
অনুবাদ শায়েরী ২২
নিজে তাকে ছেড়েছিলাম
পাপী ছাড়ে গুনাহ যেমন করে
সে আমাকে ছাড়ল কেউ
ইবাদাত থেকে যেভাবে যায় সরে
- মুনাওয়ার রান...
Friday, 16 April 2021
পাঁচ টাকা দূরত্বে তুমি এখন- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে
আমার বাড়ির পাশেই হওয়া । জানলা খুলে
চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো
টুকিটাকি জিনিশপত্র শোবার ঘরে
অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক
আঙুলগুলো । উচিত ছিলো জানলা খুললে
তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষন ।
উচিত ছিলো । উচিত ছিলো রাত্রিবেলা
হাসনুহানার শাড়ির মতো তোমার চুলের
গন্ধচূর্ন...
Saturday, 10 April 2021
অশোকপত্র- পরিতোষ হালদার
স্পর্শ ছাড়া কোনো শব্দ আসে না আর...আয়ু খোলো, হে ঈপ্সিত হরিণ।
প্রতিবেশির চোখে মৌনিরেখা, নীল হয়ে আসে রাত ও অপেক্ষাবেলা।
অতসী গন্ধে কতবার ডুবে গেছে চাঁদ। দূরে জন্মের নামতাগান—
অসংখ্য কন্যাপ্রবাহ...
পুত্র প্রবাহধারা।
প্রতিদিন ভ্রান্তি নামে, ঘুমের ভেতর দোল খায় রাত
অশোকপত্র...
দীর্ঘ ভ্রমণ শেষে তাকিয়ে দেখি—ঘরের...